বলিউড ইতিহাসে সর্বাধিক স্টাইলিশএবং ফ্যাশনেবল অভিনেত্রীরা

BENGALBYTE.IN

মধুবালা

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম সুন্দরী এবং ট্র্যাজিক অভিনেত্রী, মধুবালার স্টাইল ও ফ্যাশন ছিল আইকনিক ।

সায়রা বানু

সায়রা বানু হলেন অন্যতম আর একজন স্টাইলিশ ডিভা।  1967 সালে হিট ছবি 'শাগিরদে' তিনি যে মিনি~শাড়ি টি পরেছিলেন, তা সেই সময়  অনেক মহিলাকেই বিশেষ ভাবে  আকর্ষণ করেছিল, তাঁর  ফ্যাশন স্টেটমেন্ট ছিল একেবারেই স্বতন্ত্র।

মুমতাজ

এই অভিনেত্রীর সুইট সিক্সটিন ও নিষ্পাপ চেহারার মধ্যে  যৌনতার আবেদন কেউই অস্বীকার করতে পারবে না ।   স্টাইল ছিল  মমতাজের ছোট্ট ডোমেন,  সেটি পর্দায় হোক বা তার বাইরে! সাহসী. 60 এর দশকে ও বিকিনি পরতে তার কোন দ্বিধা ছিল না।

শিল্পা শেঠি 

কসমেটিক সার্জারির পর নিজের অবয়ব কে আমূল বদলে ফেলেন এই স্টাইল আইকন । পশ্চিমী পোশাকের সাথে সাথে  ভারতীয়  পোশাক তিনি সাবলীলভাবে ক্যারি করতে পারেন  আর তাই এই সুন্দরী সবার আকর্ষণের কেন্দ্রবিন্দু।   

দীপিকা পাড়ুকোন 

তিনি  যাই পোশাক পরুন না কেন তাতেই অভিনেত্রীকে লাগে অনবদ্য।  শাড়ি, ট্রাউজার, স্কার্ট বা  যে কোনো পোশাকই তাঁর সুন্দর ফিগারের সাথে একেবারে মানানসই। 

কঙ্গনা রানাউত 

মসৃণ এবং পেলব চামড়ার এই অভিনেত্রী নিজের চুলের স্টাইল পরিবর্তন করার ক্ষেত্রে ফ্যাশন আইকন হয়ে দাঁড়িয়েছেন ।  যেকোনো সাহসী ও বোল্ড   পোশাকেও তিনি সমানভাবে সাবলীল।   

More Amazing Contents, Swipe Up ↑