BENGALBYTE.IN
১৯৮৭ সালের ১৩ অক্টোবর এই কিংবদন্তি শিল্পী হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। আজ তাঁর৩৫তম মৃত্যুবার্ষিকী।
সংগীত ক্যারিয়ারে প্রায় আড়াই হাজার গান গেয়েছেন কিশোর কুমার।
কেবল বাংলা বা হিন্দি নয়, কিশোর কুমার গান গেয়েছেন মারাঠি, গুজরাটি, অসমিয়া, মালয়ালম, ওড়িয়া, ভোজপুরি ও কন্নড় ভাষায়ও।
দীর্ঘ সংগীত ক্যারিয়ারে আট বার ফিল্মফেয়ার পুরস্কার জিতেছেন এই প্রতিভাবান শিল্পী।
বিনোদন দুনিয়ায় পা রেখে নিজের নামটি বদলে আভাস কুমার গঙ্গোপাধ্যায় থেকে হলেন কিশোর কুমার।
কিশোর কুমার ৪ আগস্ট ৪টার সময় জন্মগ্রহণ করেন এবং ৪র্থ সন্তান। তিনি জীবনে ৪টি বিয়ে করেছেন, চলচ্চিত্র জীবনে ৪টি বাংলা চলচ্চিত্রে অভিনয় করেছেন।
Thanks For Reading!
More Amazing Contents, Swipe Up ↑