ঘরোয়া উপকরন দিয়েই মুখের ছোটো ফুসকুড়িগুলোর সমাধান সম্ভব

BENGALBYTE.IN

অ্যালোভেরা জেল

অ্যালোভেরা জেল নিয়মিত আপনার ত্বকে লাগাতে পারেন, তাহলে ত্বকে কোন রকম সমস্যা বাসা বাঁধবে না।

টক দই আর গ্লিসারিন

টক দইয়ের সঙ্গে গ্লিসারিন খুব ভালো করে মিশিয়ে এই মিশ্রণটি খুব ভালো করে মুখে লাগান, এতে ত্বক পরিষ্কার হয়ে যাবে এবং ত্বকে থাকা ফুসকুড়ি একেবারে দূর হয়ে যাবে।

পাতিলেবুর রস

পাতিলেবুর রসের সঙ্গে সামান্য পরিমাণে নারকেল তেল মিশিয়ে মিশ্রণটি মুখে ভালো করে মাসাজ করে, কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন।

নারকেল তেল

ছোট ছোট ফুসকুড়িকে যদি একেবারে নিমেষে দূর করতে নারকেল তেল ব্যবহার করতে পারেন। যাদের শুষ্ক ত্বক তাদের জন্য এটি অত্যন্ত কার্যকরী একটি উপাদান।

মধু আর হলুদ গুঁড়ো

মধু আর হলুদ গুঁড়োকে একসঙ্গে মিশিয়ে ফুসকুড়ির উপরে ভালো করে লাগিয়ে রেখে দিন। বেশ খানিকক্ষণ রেখে ঠাণ্ডা জলে ধুয়ে ফেলুন

More Amazing Contents, Swipe Up ↑