শাড়ি পরার হরেকরকম স্টাইল

BENGALBYTE.IN

নিভি স্টাইল শাড়ি

এ ক্ষেত্রে  শাড়িটিকে কোমর-এর বাম দিক থেকে ডান দিকে পেঁচিয়ে পরিধান করতে হয় । অবশ্যই শাড়ির ঝুলটি যেন মাটির থেকে দু ইঞ্চি ওপরে থাকে।

বাঙালি স্টাইল (আটপৌরে)

আটপৌরে স্টাইলে পরিধান করা  শাড়ি বাঙালি রমনীর সৌন্দর্যকে এক অনন্য আভিজাত্য দান করে এসেছে এবং এখনো তা করে চলেছে ।

গুজরাটি স্টাইলে শাড়ি

শাড়ির আঁচলটি, বাঁ হাতের নিচের থেকে ডান কাঁধে আড়াআড়ি ভাবে উঠে পেছনে না ঝুলে, সামনের দিকে ঝুলবে।

তামিল স্টাইল

তামিল স্টাইলে শাড়ি পরতে হলে অবশ্যই একটি কুচির মাথা বের করতে হবে যাকে মুন্ডি বলা হয়ে থাকে। শাড়িটি পরার আগে শাড়ির আঁচলের উল্টোদিকে আটটি কুচি করে নিতে হবে।

শ্রীলঙ্কান স্টাইল

এটি একটি খুব আধুলিক ও ইউনিক স্টাইল । এই পদ্ধতিতে আলাদা একটি কাপড়ের বেল্ট দিয়ে আচল-টিকে কোমরে বেঁধে নিতে হয়।

কুর্তি স্টাইল

কুর্তি স্টাইলের এই শাড়ি যেকোনো ফর্ম্যাল বা ইনফরমাল অনুষ্ঠানের জন্য আজকের নারীরা পছন্দ করে থাকে যা দেয় একটি স্মার্ট লুক!

ইন্দো ওয়েস্টার্ন

এই শাড়ি পরার স্টাইলটি একদম অভিনব। নারীর ব্যক্তিত্বকে আরও বৃদ্ধি করতে এই স্টাইলের জুড়ি নেই।

অসমের 'মেখলা চাদর'

অসমের 'মেখলা চাদর'  এবং তার অভিনব ড্রেপিং করা শাড়িটি না পরলে আপনি অবশ্যই কিছু একটা মিস করবেন ।

ধোতি স্টাইল

এই ধোতি স্টাইলের শাড়ি ড্রেপিং আজ -কালকার আধুনিকাদের অন্যতম পছন্দ এবং একই সাথে তা ট্রেন্ডি ও।

ডবল পাল্লু শাড়ির ড্রেপিং

সৃজনশীল ডবল পাল্লু শাড়ির ড্রেপিং এর এই স্টাইলটি নারীর রূপকে করে তুলেছে আরও মোহময়ী।

More Amazing Contents, Swipe Up ↑