BENGALBYTE.IN
পারভিন ববি বলিউডে পা রাখার পর খুব একটা জনপ্রিয়তা পাননি তবে অভিনেত্রীর ভাগ্য খুলেছিল অমিতাভ বচ্চনের সঙ্গে একের পর এক ছবি বক্স অফিসে হিট হওয়ার পর থেকে। তার মধ্যে 'অমর আকবর অ্যান্টনি' অন্যতম ।
অমিতাভ বচ্চনের সঙ্গে প্রখ্যাত নায়িকা শ্রীদেবীর অনস্ক্রিন কেমিস্ট্রি ও বেশ মানানসই। বেশ কিছু হিট ছবিও দিয়েছেন এই দুই তারকা। তার মধ্যে সর্বাধিক উল্লেখযোগ্য হল খুদা গাওয়া' যা শুধু সারা ভারতে নয় আফগানিস্তানের কাবুল শহরেও টানা ১০ সপ্তাহ হাউসফুল চলে।
হেমা মালিনী ও অমিতাভ বচ্চন জুটি বেশ জনপ্রিয় ছিল সেইসময়। এই সুপার হিট জুটির একসঙ্গে একাধিক ছবি রয়েছে। তার মধ্যে অন্যতম হিট ছবি হল, 'সত্তে পে সত্তা' যা মুক্তি পেয়েছিল ১৯৮২ সালে।দীর্ঘ কুড়ি বছর পর মুক্তি পাওয়া অমিতাভ হেমা অভিনীত 'বাগবান' ছবিটিও এ ক্ষেত্রে উল্লেখযোগ্য
নমক হালাল, শরাবি, গুলামি'র মতো অমিতাভ বচ্চনের হিট ছবির নায়িকা ছিলেন স্মিতা পাতিল। খুব অল্প বয়সে মৃত্যু হয় এই নায়িকার কিন্তু তাঁর সাথে অমিতাভের 'আজ রপট যায়ে' গানটি আজও ভোলা যায়নি।
তখনকার দিনের সাহসী এবং বোল্ড নায়িকা জিনাত আমান অমিতাভ বচ্চনের সঙ্গে বহু হিট ছবি দিয়েছেন তার মধ্যে অন্যতম হিট ছবি হল 'ডন'। এই দুজনের কেমিস্ট্রিও নজরকাড়া
ভালোবাসার মানুষের সাথে অনস্ক্রিন পারফরম্যান্সেও প্রেমের সেই গভীরতার ঝলক দেখতে পাওয়া যায়, আর সেটাই বারেবারে প্রমাণ করেছেন অমিতাভ ~রেখা জুটি। অসংখ্য ছবির মধ্যে 'সিলসিলা' ছবিটি তাঁদের প্রেমের প্রত্যক্ষ সাক্ষী।
গুড্ডি থেকে অভিমান পর্যন্ত প্রত্যেকটি ছবিতে জয়া ভাদুড়ি এবং অমিতাভ বচ্চনের অনস্ক্রিন কেমিস্ট্রি দেখার মতো ছিল। অফস্ক্রিনে তাঁরা দুজন যে স্বামী স্ত্রী তা আজ গোটা পৃথিবীর কাছেই অজানা নয়
Thanks For Reading!
More Amazing Contents, Swipe Up ↑