BENGALBYTE.IN
ত্বকের উপরের মৃত কোষ পরিষ্কার করতে প্রতিদিন সকালে কোমল ক্লেনজার দিয়ে মুখ ধুয়ে নিতে হবে এবং এ ক্ষেত্রে নিজের ত্বকের উপযোগী ফেসওয়াশ টি বেছে নিতে হবে।
ত্বক আর্দ্র রাখার দ্বিতীয় ধাপটি হলো টোনারের ব্যবহার। এটি মূলত একটি ওয়াটার-বেসড উপাদান যা ত্বক পরিচর্যায় প্রাইমারের মতো কার্যকরী এবং এটি ত্বকের PH মাত্রা বজায় রাখে ও ত্বকের প্রদাহ কমায়।
যেকোনো বয়সেই ত্বক পরিচর্যার রুটিনে ভিটামিন C রাখা খুবই জরুরী যা ত্বকের কালো দাগছোপ হালকা করে দেয়, হাইপারপিগমেন্টেশন কম করতে সাহায্য করে যার ফলে ত্বক মসৃণ দেখায় ও বয়সের ছাপ পড়া কম হয়।
দিনের বেলার ত্বকে ব্যবহার করুন হালকা ময়শ্চারাইজার ত্বক তেলতেলে লাগলে ম্যাট ময়শ্চারাজার মাখুন,সারাদিন তরতাজা দেখাবে।
সর্বাধিক গুরুত্বপূর্ণ ধাপ হল সানস্ক্রিনের প্রয়োগ। UVF আর UVB-র কারণে ত্বক ক্ষতিগ্রস্ত এবং ট্যান হওয়া থেকে বাঁচতে সানস্ক্রিন অপরিহার্য । যেহেতু ভিটামিন সি রোদের সংস্পর্শে নষ্ট হয়ে যায়, তাই তার ওপরে সানস্ক্রিন লোশন লাগিয়ে নিন।
Thanks For Reading!
More Amazing Contents, Swipe Up ↑