আতঙ্কের নতুন নাম ,'মাঙ্কি পক্স' , কতটা ভয়াবহ জানুন !!

BENGALBYTE.IN

ছড়াচ্ছে দ্রুতগতিতে

ইংল্যান্ডেই শুধু নয়,মাঙ্কি ভাইরাসের হানা থেকে নিস্তার পাইনি স্পেন, পর্তুগাল এবং আমেরিকা ও

প্রথম আক্রান্ত ব্যক্তি

৭ মে, ২০২২ প্রথম মাঙ্কি পক্সে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায়  লন্ডনে যিনি নাইজেরিয়া থেকে ফিরছিলেন 

মাঙ্কি ভাইরাস কি

মাংকি পক্স হলো এক বিশেষ ধরনের বসন্ত। তবে ভয়ের কারণটি হল  জলবসন্ত বা গুটিবসন্তের প্রতিকার থাকলে এই  বিরল রোগটির নিরাময়ে এখনও অবধি কোনো নির্দিষ্ট  চিকিৎসাপদ্ধতি বের করা যায়নি।

প্রাথমিক উপসর্গ

প্রাথমিক উপসর্গের মধ্যে  জ্বর, মাথা যন্ত্রণা, পিঠ ও গায়ে ব্যথার মতো লক্ষণ দেখা দিতে পারে রোগীর এছাড়া কাঁপুনি ও ক্লান্তিও এই রোগের অন্যতম লক্ষণ।

সংক্রামক ভাইরাস

কেবলমাত্র  শ্বাসনালি, ক্ষত স্থান, নাক, মুখ ,চোখ বা ড্রপলেটন মাধ্যমেই এই ভাইরাসটি ছড়ায় না ; যৌন সংসর্গের মাধ্যমেও এই ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে।

রোগের ভয়াবহতা

এই রোগে আক্রান্ত হলে জ্বরে ভোগেন অনেকে; এ ছাড়া দেহে তৈরি হয় বড় বড় ফোস্কা।

More Amazing Contents, Swipe Up ↑