এই তো জীবন.....

BENGALBYTE.IN

জীবন প্রবাহ ~১

পুতুল নাচের পটভুমি এই পৃথিবী রং মাখা পুতুলের ভিড়, কেউ এরা বিশ্বাসী কেউ বা অবিশ্বাসী; কেউ ধির কেউ অস্থির।

জীবন প্রবাহ ~২

আমার       জীবনপাত্র উচ্ছলিয়া মাধুরী করেছ দান-তুমি জান নাই তার মূল্যের পরিমাণ॥

জীবন প্রবাহ ~৩

জীবন আমার যেন ভাঙা এক স্বপ্ন ঝড় লেগে ঝরে যাওয়া ফুল ভালোবাসা গড়ে যে কাঁচেরি স্বর্গ সে তো এক সুন্দর ভুল

জীবন প্রবাহ ~৪

আমার স্বপ্ন দেখার দুটি নয়ন হারিয়ে গেল কোথায় কখন... কেউ তা জানে না গো কেউ তা জানে না।

জীবন প্রবাহ ~৫

কর্ম যখন প্রবল-আকার গরজি উঠিয়া ঢাকে চারি ধার, হৃদয়প্রান্তে হে জীবননাথ, শান্তচরণে এসো। জীবন যখন শুকায়ে যায় করুণাধারায় এসো।

জীবন প্রবাহ ~৬

অন্তবিহীন পথ চলাই জীবন শুধু জীবনের কথা বলাই জীবন। জীবন প্রসব করে চলাই জীবন, শুধু যোগ বিয়োগের খেলাই জীবন।

জীবন প্রবাহ ~৭

জীবন গান গাহে কেহি যে সুর বুঝি না যে বাউল হল যে সকল রাগিনী মন লাগে না কাজে

জীবন প্রবাহ ~৮

এক সূত্রে বাঁধিয়াছি সহস্রটি মন এক কার্যে সঁপিয়াছি সহস্র জীবন

More Amazing Contents, Swipe Up ↑