BENGALBYTE.IN
জাতক জাতিকারা প্রেম কিংবা বিবাহের ক্ষেত্রে প্রচন্ড মানসিক শক্তির পরিচয় দিতে পারবেন। এ বছর প্রেমের সুত্র ধরে অনেকেই বিবাহ বন্ধনের আবদ্ধ হতে পারেন। এদের তুলা রাশির জাতক জাতিকাদের সঙ্গে নিবিড় সম্পর্ক তৈরি হতে পারে। সন্তানহীন দম্পতিদের সন্তানলাভের যোগ আছে।
কর্মক্ষেত্রে কোনো সহকর্মীর সঙ্গে প্রেমে জড়িয়ে পড়তে পারেন যা পরবর্তীতে বৈবাহিক রূপ নিতে পারে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সঙ্গে আপনাদের সম্পর্ক হবে আবেগঘন। তবে মকর আর কন্যা রাশির জাতক জাতিকাদের সঙ্গে সম্পর্ক হবে স্থায়ী ও দৃঢ়।
আত্মীয়ের বন্ধনে আবদ্ধ কারও প্রতি প্রচন্ড ভালোলাগা বা ভালোবাসা কাজ করবে। প্রেমে চড়াই উতরাই পার করতে হতে পারে। তবে বছরের শেষদিকে সম্পর্কের ক্ষেত্রটা পরিপূর্ণতা পাবে। স্ত্রী ভাগ্যে অর্থ প্রাপ্তি হবে।
প্রেম বিবাহের যোগ আছে অনেকের এবছর। তবে বছরের মাঝামাঝি সময়ে প্রেম কিংবা বৈবাহিক সম্পর্কে সন্দেহ দেখা দিতে পারে। বছরের শেষদিকে এই সমস্যাগুলো সুরাহা হয়ে যাবে।
প্রেমের ভাগ্য ভালো। তবে বিয়ের আলোচনায় বাধা আসতে পারে। কুম্ভ রাশির বিপরীত লিঙ্গের কারো সঙ্গে দাম্পত্য জীবন হবে নির্ভেজাল। ধনু কিংবা মেষ রাশির জাতক জাতিকার সঙ্গেও বৈবাহিক জীবন সুখের হতে পারে
অল্প বয়সেই প্রেমে পড়তে পারেন। বিবাহ ও প্রেমের ক্ষেত্রে আপনার উচিত কন্যা, মীন, বৃষ ও মকর রাশির জাতক জাতিকাদের প্রাধান্য দেওয়া। দাম্পত্য জীবন হতে পারে রহস্যময়। বিপরীত লিঙ্গ বেশিরভাগ সময়ই আপনার সঙ্গে ছলনা করবে।
প্রেম কিংবা বিয়ে কোনোটাই এবছর আপনার জন্য আশানুরুপ নয়। আপনার লাজুক স্বভাবের জন্য প্রেম স্থায়ি হয় না। অভিভাবকদের পছন্দে পারিবারিকভাবে বিয়ে করাই আপনার জীবনে স্থায়িত্ব বয়ে আনতে পারে।
আপনার প্রেমের জীবনটা রহস্যের মেঘে ঘেরা। বিপরীত লিঙ্গ বেশিরভাগ ক্ষেত্রেই আপনার সঙ্গে অভিনয় করবে। বৃষ রাশির জাতক জাতিকার সঙ্গে আপনার প্রেম ও বিয়ে মধুর হতে পারে।
এবছর আপনার প্রেমের জীবন হবে অত্যন্ত গতিশীল। আপনার মেজাজ আপনার ইন্দ্রিয়ের নিয়ন্ত্রক। মিথুন রাশির জাতক জাতিকার সঙ্গে আপনার প্রেম ও বিবাহ শুভ। মেষ ও সিংহ রাশির সঙ্গে বাদানুবাদ থাকলেও বিচ্ছেদের সম্ভাবনা নেই। পুরনো কোনো বন্ধু পুনঃসম্পর্ক স্থাপনে এগিয়ে আসতে পারে।
দেরিতে হলেও এবছর আপনার প্রেম বিয়ে পর্যন্ত গড়াতে পারে। তবে প্রথম মাসে কোনো আবেগ, উত্তেজনাপূর্ণ কাজে না জড়ালেই ভালো করবেন। কর্কট রাশির জাতক জাতিকার সঙ্গে আপনার প্রেম কিংবা বিবাহের সম্পর্ক হবে অবিচ্ছেদ্য। জীবনসঙ্গী হতে পারে শিল্পি।
বিপরীত লিঙ্গ সহজেই আপনার প্রেমের আবেদনে সাড়া দেবেনা। এসময় বারংবার কোনো ভুল করে ফেলার আশঙ্কা প্রবল। আকাশপথে ভ্রমনকালে বিপরীত লিঙ্গের কারও সঙ্গে সখ্যতা গড়ে উঠতে পারে। সিংহ রাশির সঙ্গে আপনার প্রেম অত্যন্ত গভীর হবে। দাম্পত্য জীবনে সুখ আসবে।
একাধিক সম্পর্ক আসতে পারে আপনার জীবনে তবে সেগুলো স্থায়িত্ব হবে কম। কন্যা রাশির কারও প্রেম কিংবা বৈবাহিক বন্ধন বয়ে আনতে পারে সুখ স্বাচ্ছন্দ্য। কর্কট ও বৃশ্চিক রাশির সঙ্গে সম্পর্ক হবে নিবিঢ়। দাম্পত্য জীবনে সঙ্গীর সঙ্গে মতবিরোধ এড়িয়ে চলতে পারলে জীবন সুখের হবে।
Thanks For Reading!
More Amazing Contents, Swipe Up ↑