শরীর স্বাস্থ্য ভালো রাখতে কুলেখাড়া খান

BENGALBYTE.IN

অ্যানিমিয়া বা রক্তাল্পতা দূর করে

কুলেখাড়া গাছের পাতা ও কাণ্ড অ্যানিমিয়া প্রতিরোধ করে ও রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধি পায়।  তার সাথে হোয়াট ব্লাড সেল ও বৃদ্ধি পায়।

ব্লিডিং আলসার দূর করে

কিছু ধরনের আলসার থাকে যার থেকে রক্ত ক্ষরণ শরীরের ভিতরে হয় বলে আমরা বুঝতেও পারিনা কিন্তু অজান্তেই শরীরের অনেক ক্ষতি হয়ে যায়। কুলেখাড়া এই রক্তক্ষরণ বন্ধ করে দিতে সক্ষম ও ব্লাড লস ও পূরণ করে দেয় এই পাতা।  

লিভার বা পাকস্থলীর সুরক্ষা দেয়

এই পাতা লিভারের সুরক্ষাও প্রদান করে, খাবার হজম করাতে কুলেখাড়া পাতা কাজে দেয় কারণ এতে আছে বেশ কিছু পাচক বা এনজাইম।

কিডনির পাথর ভেঙে দেয় ও গলিয়ে দেয়

কুলেখাড়া পাতায় যে এনজাইম আছে তা কিডনির ভিতরে জমে থাকা স্টোন বা পাথর ভেঙে প্রথমে ছোট করে দেয় ও ধীরে ধীরে তা গলিয়ে দিতে শুরু করে। এটা শরীর থেকে মল বা মূত্র রূপে বেরিয়ে আসে।  

শরীরের কোষে পুষ্টি যোগায়

কোষের সঠিক বিকাশ ও বৃদ্ধির জন্য যা প্রয়োজন তা আছে কুলেখাড়া পাতায়। এর মধ্যে আছে প্রয়োজনীয় মাইক্রোনিউট্রিয়েন্ট। এর মধ্যে আছে আরও অনেক ক্ষারীয় উপাদান। এছাড়া আছে এমন কিছু খনিজ নুন যা কোষের বিকাশের জন্য দরকার।

শারীরিক শক্তি বৃদ্ধি করে

এটি রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধি করার সঙ্গে সঙ্গে এটি রক্ত পরিশ্রুতও করে। এই পাতা নিয়মিত খেলে বা এর রস পান করলে আমাদের এনার্জি অনেকটাই বেড়ে যায়।

More Amazing Contents, Swipe Up ↑