রূপম ইসলাম~ এক মাইলস্টোন 

BENGALBYTE.IN

রূপম ইসলাম নামেই যার পরিচয়

রূপম ইসলাম একজন প্লেব্যাক গায়ক এবং ফসিলস ব্যান্ডের প্রধান যিনি পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গীত বিষয়ক সাংস্কৃতিক কমিটির সদস্যও।

জন্ম ও বয়স

রূপম ইসলাম ২৫ জানুয়ারি, ১৯৭৪ সালে জন্মগ্রহণ করেন; বর্তমানে গায়কের বয়স  ৪৮ বছর

রূপম ইসলামের লেখা বই

রূপম ইসলামের লেখা প্রথম বই হল এপিটাফ (২০০৬)। এছাড়াও রূপম অন দ্যা রকস, এই তো আমি, রকস্টার, বিশ্বরূপম বইগুলি লিখেছেন।

পেশা এবং নেশা

১৯৯৫ সালের ১ অগস্ট টাকি বয়েজ স্কুলে শিক্ষকতা শুরু করেন তিনি। এই শিক্ষকতার পাশাপাশি চলছিল গানও ১৯৯৮এ তাঁর প্রথম অ্যালবাম 'তোর ভরসাতে' প্রকাশ পায়। ২০০৩ সালে 'নীল রং ছিল ভীষণ প্রিয়' নামে  অ্যালবামটি নতুন ভাবে প্রকাশিত হয়।

রূপম ইসলাম ও ফসিলস

রূপম ইসলামের ফসিলস ব্যান্ড শুরু হয়েছিল ১৯৯৮ সালে ফসিলস্ এর অনুপ্রেরণা বাংলাদেশের রক ঘরানা‌।

স্ত্রী ও সন্তান

রূপম ইসলামের স্ত্রীর নাম রূপসা দাসগুপ্ত। তাঁদের সন্তানের নাম রূপ আরোহন প্রমিথিউস

জনপ্রিয় গান

রূপম ইসলামের জনপ্রিয় গানের মধ্যে প্রথম তিনটি হল  বেঁচে থাকার গান (২০১০ এই শ্রাবণ(২০১১) ফিরিয়ে দেওয়ার গান।

মোট আয়

রূপম ইসলামের মোট আয় $3 মিলিয়ন। তিনি এমন এক ভারতীয় গায়ক যিনি নিজের দক্ষতা বলে এত  দ্রুত সাফল্য অর্জন করেছেন।

More Amazing Contents, Swipe Up ↑