BENGALBYTE.IN
বছরের বহু চর্চিত চলচ্চিত্র ‘লাল সিং চাড্ডা’ রাখি বন্ধনের দিন মুক্তি পেয়েছে।
বক্স অফিসে ছবিটির প্রভাব খুবই খারাপ। ওপেনিং ডেতে ছবিটি মাত্র ১১ কোটি আয় করেছে।
মুক্তির দ্বিতীয় দিনে দেশের প্রায় ১৩০০টি সিনেমা হল শো বাতিল করেছে।
আমির খানের ছবি ‘সুপারফ্লপ’ হওয়া অনেকের কাছেই আশার অতীত।
অভিনেত্রী করিনা কাপুর বলেন, “দয়া করে এই ছবি কেউ বয়কট করবেন না, এটি সত্যিই একটি ভালো সিনেমা”।
তৃতীয় দিনে প্রায় ৮.৫০ কোটির ব্যবসা করেছে ছবিটি। এরপর ছবিটির মোট আয় হয়েছে প্রায় ২৭ কোটি টাকা, যেখানে ছবির বাজেট ১৮০ কোটি টাকা।
Thanks For Reading!
More Amazing Contents, Swipe Up ↑