কাজলের যৌবন ধরে রাখার রহস্য 

BENGALBYTE.IN

বয়স কেবলই এক সংখ্যামাত্র

অভিনেত্রী  কাজল একটি ইন্টারভিউতে জানিয়েছেন যে তিনি তাঁর বয়সের তোয়াক্কা করেন না  কারণ তিনি মনে করেন বয়সের ছাপ মুখের বলিরেখায় নয় কর্মোদ্যম ও এনার্জিতেই লুকিয়ে থাকে

কাজল নিজেকে হাইড্রেট করেন

কাজল সর্বদা   নিজেকে হাইড্রেট করে রাখতে পছন্দ করেন এবং দিনে সাত থেকে আট গ্লাস জল অবশ্যই পান করেন এবং এভাবেই টক্সিনমুক্ত   রাখেন  নিজেকে

পর্যাপ্ত ঘুম 

তিনি প্রত্যেকদিন আট থেকে দশ ঘন্টা ঘুমোন এবং সেজন্য অন্যান্য সেলিব্রিটিদের মত নাইট পার্টিতে বিশ্বাস করেন না   

স্কিন কেয়ার রুটিন 

কাজলের স্কিনকেয়ার রুটিন অত্যন্ত সামান্য। কেবলমাত্র টোনিং- ক্লিনজিং- ময়েশ্চারাইজিং   ~এই যথেষ্ট কাজলের রূপচর্চার রোজনামচায় 

রাতের স্কিনকেয়ার

রাতে শুতে যাওয়ার আগে নিয়মিতভাবে তিনি নিজের মুখ  জল দিয়ে  পরিষ্কার করে নিয়ে নিজের নির্বাচিত নাইট ক্রিম লাগান। ব্যস এটুকুই!!! 

প্রোটিন সমৃদ্ধ খাবার 

কাজল প্রোটিন সমৃদ্ধ এবং আমিষ আহার   খেতে ভালোবাসেন যেমন মাখন, চিক, মেয়োনিজ মাছ ইত্যাদি 

নিয়মিত শরীরচর্চা 

কাজল নিয়ম করে ওয়ার্কআউটও শরীরচর্চা করেন যাতে ভেতর থেকে  লাবণ্য ফুটে ওঠে  

More Amazing Contents, Swipe Up ↑