মা কাজলের সাথে মেয়ে নায়সা ♥️

BENGALBYTE.IN

কাজল ও নায়সা

কাজল নিজেই স্বীকার করেন যে তাঁর ইন্সটাগ্রাম অ্যাকাউন্টের সবচেয়ে বড় সমালোচক তাঁর নিজের মেয়ে নায়সা

১৯ শে পা

চলতি বছরের এপ্রিল মাসে ১৯ বছর বয়সে পা দিলেন নায়সা। বড় পর্দায় কবে তাঁকে দেখা যাবে তা নিয়ে জল্পনার শেষ নেই। মায়ের সাথে নায়সার এই ছবিটি এক কথায় যুগান্তকারী

নায়সার শিক্ষা

মুম্বইয়ের ধীরুভাই অম্বানী স্কুলে পড়াশোনা নায়সার। উচ্চশিক্ষার জন্য তিনি সিঙ্গাপুরের ইউনাইটেড ওয়ার্ল্ড কলেজ অফ সাউথ ইস্ট এশিয়া কলেজে ভর্তি হন।

মা- ই অনুপ্রেরণা

নায়সা খোলামেলা স্বভাবের। রূপচর্চার চেয়ে জীবনচর্যার দিকেই বেশি নজর তাঁর। মা কাজল তার অন্যতম অনুপ্রেরণা

নারীবাদী নায়সা

নারী বলে জীবনযাত্রা কিংবা গতিবিধি নিয়মে বেঁধে ফেলতে হবে, এমনটা একেবারেই মনে করেন না নায়সা।

ভরসা মা কাজল

গায়ের রং, মেক আপ এবং পোশাক নিয়ে বহু বার ‘ট্রোলিং’-এর শিকার হয়েছেন তিনি। তবে বারেবার ই কাজল নিজের মেয়েকে এগিয়ে চলার সাহস জুগিয়েছে

অকুতোভয় নায়সা

পোশাক নির্বাচন নিয়েও নেচিবাচক মন্তব্যের শিকার হন নায়সা। অকুতোভয় নায়সা সবদিক একা সামলেছেন, পিছন দিকে আর ফিরে তাকাননি

নজর না লাগে!!

কাজলও নায়েসার এই ভালোবাসার বন্ধন থাকুক চির অটুট, আন্তরিকতায় পরিপূর্ণ

More Amazing Contents, Swipe Up ↑