কুকুরের জ্বালায় নীল বোতল ঝুলিয়ে লাভ হয়?

BENGALBYTE.IN

কুকুরের উৎপাত কম করতে,

অনেক স্থানে দেখা যায় বাড়ির সামনে বোতলের মধ্যে কাপড়ে দেওয়ার নীল গুলে ভরে রাখা হয়৷

বোতল ঝুলিয়ে বিশেষ কোনও লাভ হচ্ছে না৷

বহাল তবিয়তে কুকুর এসে সেই বোতলের গায়েই প্রস্রাব করে দিয়ে চলে যাচ্ছে

বিশেষজ্ঞরা বলছেন, রঙের সঙ্গে কুকুরের না আসার কোনও সম্পর্কই নেই।

কোনও পশুকেই এভাবে বোতল ঝুলিয়ে দূরে রাখা সম্ভব নয়৷

রেটিনায় কম সেল থাকার জন্য এরা রং সেভাবে দেখতেই পায় না৷

সেই কারণে নীল রং দেখে কুকুরের দূরে চলে যাওয়ার কোনও প্রশ্নই নেই৷ এটি একটি গুজব মাত্র৷

এমন বহু গুজব কুসংস্কার ছড়িয়ে আছে সমাজের মধ্যে

এগুলো কাজে লাগানোর আগে এর বিজ্ঞানসম্মত দিকগুলো যাচাই করে নেওয়াই শ্রেয়।

More Amazing Contents, Swipe Up ↑