BENGALBYTE.IN
অনেক স্থানে দেখা যায় বাড়ির সামনে বোতলের মধ্যে কাপড়ে দেওয়ার নীল গুলে ভরে রাখা হয়৷
বহাল তবিয়তে কুকুর এসে সেই বোতলের গায়েই প্রস্রাব করে দিয়ে চলে যাচ্ছে
কোনও পশুকেই এভাবে বোতল ঝুলিয়ে দূরে রাখা সম্ভব নয়৷
সেই কারণে নীল রং দেখে কুকুরের দূরে চলে যাওয়ার কোনও প্রশ্নই নেই৷ এটি একটি গুজব মাত্র৷
এগুলো কাজে লাগানোর আগে এর বিজ্ঞানসম্মত দিকগুলো যাচাই করে নেওয়াই শ্রেয়।
Thanks For Reading!
More Amazing Contents, Swipe Up ↑