আমাদের সোনার বাংলা

BENGALBYTE.IN

নদীমাতৃক

নদীমাতৃক বাংলাদেশে প্রায় 700 টির ও বেশি নদী আছে । গঙ্গা নদী কে এখানে মেঘনা ও ব্রহ্মপুত্র নদ এই দেশে যমুনা নদী বলে সুপরিচিত।

আমার সোনার বাংলা

2014 সালে National Parade Ground লাখো কণ্ঠে ধ্বনিত হয় বাংলাদেশের জাতীয় সঙ্গীত, "আমার সোনার বাংলা", যা সমগ্র বিশ্ববাসীকে অবাক করিয়ে দেয়। গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে এই বিস্ময়জনক ঘটনাটি স্থান পেয়ে গেছিল যা বাংলাদেশকে সম্মান এনে দিয়েছিল।

সর্বাধিক ঘনবসতি

আয়তনে ছোট হলেও বিশ্বের সর্বাধিক জনঘনত্বের দেশ হিসেবে প্রথম স্থান বাংলাদেশের দখলে ।এই দেশে প্রতি বর্গকিলোমিটারে বাস করে 2918 জনের ও বেশি মানুষ যা বিশ্বে বড় বড় দেশগুলিতেও দুষ্কর।

বাংলাদেশ ট্রাফিক

বাংলাদেশের রাজধানী ,ঢাকা শহরের রাস্তার বিশেষত্ব হল এখানে রাস্তায় ট্রাফিক লাইট  থাকা সত্ত্বেও রাস্তায় সিগন্যাল দেওয়ার জন্য ট্র্যাফিক পুলিশ থাকে। এছাড়া ও ঢাকার রাস্তায় রাস্তায় এ মাথা থেকে ও মাথা পর্যন্ত পাটের দড়ি বেঁধে রেখে যানবাহন আটকে রাখতে হয়।

কক্সবাজার সমুদ্র সৈকত

বাংলাদেশের কক্সবাজার সমুদ্র সৈকতটি হল দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র এবং এক ই সাথে এটি বিশ্বের তৃতীয় দীর্ঘতম সৈকত ও বটে। ।

More Amazing Contents, Swipe Up ↑