BENGALBYTE.IN
জম্মু ও কাশ্মীরের রাজধানী শ্রীনগর~ এর অন্যতম প্রধান আকর্ষণ হল ডাল লেক। পাহাড়ের মাঝে থাকা এই চমৎকার হ্রদের বাড়তি আকর্ষণ হল ভারতের এই প্রথম ভাসমান ডাকঘরের উপস্থিতি !
ডাল লেকের মনোরম জলেই শিকারার মাধ্যমে চলে কেনাবেচা। এই ভাসমান বাজারে ফল, সব্জি থেকে শুরু করে জামা কাপড় সবই পাওয়া যায়।
প্রধাণত শিকারার সকল ছোট ব্যবসায়ীরাই নৌকো করে এসে এই ভাসমান ডাকঘরে নিজেদের টাকা জমা রাখেন। ডাল লেকের এই ভাসমান ডাকঘরে প্রতিমাসে গড়ে প্রায় ২ কোটি টাকার লেনদেন হয়ে থাকে।
দুটি বিস্তৃত কামরা বিশিষ্ট বিশাল এই হাউসবোটে একটি ঘর পোস্ট অফিস হিসাবে ব্যবহার করা হয়ে থাকে এবং অপর ঘরটিতে ডাকব্যবস্থা সংক্রান্ত একটি ঐতিহ্যমণ্ডিত জাদুঘর আছে।
এখানে রয়েছে একটি দোকান যেখানে ডাকটিকিটের পাশাপাশি ছবির পোস্টকার্ড, গ্রিটিংস কার্ড, স্থানীয় স্যুভেনির আইটেম, স্টেশনারী এবং কাশ্মীর সম্পর্কিত বিভিন্ন ধরনের পুস্তক উপলব্ধ
জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ২০১১ সালের আগস্ট মাসে এই অভিনব ভাসমান পোস্ট অফিসটি উদ্বোধন করেছিলেন।
Thanks For Reading!
More Amazing Contents, Swipe Up ↑