অন্তঃসত্ত্বা অবস্থায় কী ভাবে রূপচর্চা করছেন আলিয়া?

BENGALBYTE.IN

হাইড্রেশন

সারা দিনে পর্যাপ্ত মাত্রায় জল খেতে হবে। দিনে দু’বার করে হাইড্রেটেড ময়শ্চারাইজার অবশ্যই ব্যবহার করতে হবে।

হালকা মেকআপ

হালকা বেস মেক আপ, সামান্য ব্লাশ আর নুড শেডের লিপস্টিকেই সম্পূর্ণ হয় আলিয়ার সাজ।

টোনার

বাড়ি ফিরে মেক আপ তোলার পর অথবা রাত্রে ঘুমানোর আগে ত্বকের জেল্লা বাড়াতে চাইলে রোজ টোনার, সিরাম আর ফেসমিস্ট লাগাতেই হবে।

শরীরচর্চা

হালকা ওয়ার্কআউট আর যোগাসন যেমন শরীর সুস্থ রাখে, তেমনই ত্বকে জেল্লা বাড়ায়

স্বাস্থ্যকর খাবার

ডায়েটে বেশি করে ফল, শাকসব্জি, স্মুদি, কোকাম এবং বিটের তৈরি শরবত আলিয়ার বেশ পছন্দের।

More Amazing Contents, Swipe Up ↑