BENGALBYTE.IN
সারা দিনে পর্যাপ্ত মাত্রায় জল খেতে হবে। দিনে দু’বার করে হাইড্রেটেড ময়শ্চারাইজার অবশ্যই ব্যবহার করতে হবে।
হালকা বেস মেক আপ, সামান্য ব্লাশ আর নুড শেডের লিপস্টিকেই সম্পূর্ণ হয় আলিয়ার সাজ।
বাড়ি ফিরে মেক আপ তোলার পর অথবা রাত্রে ঘুমানোর আগে ত্বকের জেল্লা বাড়াতে চাইলে রোজ টোনার, সিরাম আর ফেসমিস্ট লাগাতেই হবে।
হালকা ওয়ার্কআউট আর যোগাসন যেমন শরীর সুস্থ রাখে, তেমনই ত্বকে জেল্লা বাড়ায়
ডায়েটে বেশি করে ফল, শাকসব্জি, স্মুদি, কোকাম এবং বিটের তৈরি শরবত আলিয়ার বেশ পছন্দের।
Thanks For Reading!
More Amazing Contents, Swipe Up ↑