জ্বর কমান ঘরোয়া চিকিৎসায়

BENGALBYTE.IN

জ্বর কমাবে মধু

এক চা চামচ মধুর সাথে অর্ধেকটা লেবুর রস এবং  এককাপ গরম জল মিশিয়ে সেই মিশ্রণ দিনে দুইবার খান। মধুতে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান থাকার কারণে শরীরের ব্যাকটেরিয়া ধ্বংস হয় ও ভাইরাসজনিত জ্বর কমানো যায় ।

আদা ও লেবু

এক চা চামচ লেবুর রস, আধা চা চামচ আদার রস ও এক চা চামচ মধু মিশিয়ে যদি মিশ্রণটি  দিনে তিন-চারবার খাওয়া যায় তাতে  জ্বর কম হতে থাকবে।  

রসুনের কেরামতি

এককোয়া রসুন তা কুচি করে এককাপ গরম জলে ভিজিয়ে রাখুন দশ মিনিট। এরপর জল ছেঁকে নিয়ে জল টুকু পান করে নিন

স্পঞ্জ বাথ 

বগল ও কুঁচকির অংশে ঠান্ডা জলে ভেজা স্পঞ্জ বা নরম কাপড় দিয়ে মুছে নিন ; জ্বর কমে আসবে।

মাস্টার্ড ফুটবাথ

চার মগ সামান্য গরম জলর দুই চা চামচ সরিষা গুঁড়ো মিশিয়ে নিন  ও নিজের পা দুটিকে কিছুক্ষণ ডুবিয়ে রাখুন।  জ্বর কমে আসবে

More Amazing Contents, Swipe Up ↑