BENGALBYTE.IN
এক চা চামচ মধুর সাথে অর্ধেকটা লেবুর রস এবং এককাপ গরম জল মিশিয়ে সেই মিশ্রণ দিনে দুইবার খান। মধুতে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান থাকার কারণে শরীরের ব্যাকটেরিয়া ধ্বংস হয় ও ভাইরাসজনিত জ্বর কমানো যায় ।
এক চা চামচ লেবুর রস, আধা চা চামচ আদার রস ও এক চা চামচ মধু মিশিয়ে যদি মিশ্রণটি দিনে তিন-চারবার খাওয়া যায় তাতে জ্বর কম হতে থাকবে।
এককোয়া রসুন তা কুচি করে এককাপ গরম জলে ভিজিয়ে রাখুন দশ মিনিট। এরপর জল ছেঁকে নিয়ে জল টুকু পান করে নিন
বগল ও কুঁচকির অংশে ঠান্ডা জলে ভেজা স্পঞ্জ বা নরম কাপড় দিয়ে মুছে নিন ; জ্বর কমে আসবে।
চার মগ সামান্য গরম জলর দুই চা চামচ সরিষা গুঁড়ো মিশিয়ে নিন ও নিজের পা দুটিকে কিছুক্ষণ ডুবিয়ে রাখুন। জ্বর কমে আসবে
Thanks For Reading!
More Amazing Contents, Swipe Up ↑