ভাঙা সম্পর্ক জোড়া লাগাতে এই টিপসগুলো মেনে চলুন

BENGALBYTE.IN

প্রশংসা করুন

সুখী দাম্পত্য জীবন  একে-অপরের প্রশংসা করুন মাঝেমধ্যেই যা আপনার সঙ্গীর মন ভালো করে দিতে পারে  এক নিমিষেই। সর্বোপরি  নিজের ভালোবাসার মানুষটির কাছ থেকে প্রশংসা পেতে কার না ভালো লাগে।

ভালো শ্রোতা হন

শুধু বক্তা নয় , একজন ভালো শ্রোতা হওয়াও এক বিশাল গুণ। মুখ বন্ধ করে ও কান খোলা রেখেও আপনি খুব সহজেই আপনার সঙ্গীর ভাবনা সম্পর্কে অবগত হতে পারবেন ।

ঝগড়া বিলম্বিত করবেন না 

দিনের ঝগড়ার রেশ রাতে ঘুমোতে যাওয়া অবধি দীর্ঘায়িত করবেন না ।

গোপনীয়তা বর্জনীয় 

দুজনের মধ্যে  গোপন কোনো বিষয় রাখবেন না। একজন আরেকজনের কাছে স্বচ্ছ থাকার চেষ্টা করুন ।

তৃতীয় ব্যক্তির সামনে তর্ক নয় 

বাইরের তৃতীয় ব্যক্তির  সামনে কখনোই তর্ক করতে যাবেন না নিজের পার্টনারের সাথে যা একটি বিব্রতকর পরিস্থিতি তৈরি করতে পারে। তবে জনসমক্ষে  ভালোবাসা প্রকাশে পিছপা হবেন না।

ভালোবাসার মানুষটিকে শ্রদ্ধা করুন 

শুধু ভালোবাসা  দিয়েই না  তাঁকে শ্রদ্ধা করুন; সে বয়সে আপনার থেকে ছোট হলেও। 

অনুপ্রেরণা দিন 

সাফল্যের জন্য উৎসাহ দিতে আপনার সঙ্গীকে অনুপ্রাণিত করুন 

পরামর্শ করুন 

কোনো গুরুত্বপূর্ণ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের সঙ্গীর সাথে পরামর্শ করে নিন ; এতে সম্পর্কের ভিত আরও মজবুত হয় 

অনুভূতিপ্রবণ হন

আরও বেশি অনুভূতিপ্রবণ হন; আপনার সঙ্গী  কিছু বলার আগেই আপনি তার দুঃখ বা কষ্ট কে বোঝার চেষ্টা করুন

More Amazing Contents, Swipe Up ↑