BENGALBYTE.IN
প্রভাস ওরফে প্রভাস রাজু উপ্পলাপতি তেলুগু সিনেমায় একচেটিয়াভাবে অভিনয় করে আসছেন। ২০০২ সালে এশওয়ার ছবি দিয়ে চলচ্চিত্র জগতে আত্মপ্রকাশ করেন তিনি।
বর্তমানকালের দেশের সবচেয়ে কস্টলি তিন অভিনেতার মধ্যে অন্যতম দক্ষিণের সুপারস্টার Prabhas। প্রভাসের ফ্যাশন স্টাইল তাঁর অনুরাগীদের সবসময় নজর কাড়ে
প্রভাস হলেন একজন প্যান-ইন্ডিয়া তারকা এবং 2017-এর জন্য টাইমসের মোস্ট ডিজায়ারেবল মেন-এর দ্বিতীয় স্থানে রয়েছেন।
বাহুবলী ছবিটি মুক্তি পাওয়ার পর প্রভাস জ্বরে কাবু ছিল আসমুদ্রহিমাচল
ফ্যাশন আইকন প্রভাসের জন্য সুনামির ঢেউ উঠেছিল অসংখ্য নারী হৃদয়ে।
বলিউড এবং দক্ষিণের ফিল্ম দুনিয়া মিলিয়ে প্রভাস অন্যতম সট আফ্টার স্টার
প্রভাসের অনন্য স্টারডম। পরিচালক Sandeep Reddy Vanga-র ছবি Spirit-এ অভিনয় করার জন্যে ১৫০ কোটি টাকা পারিশ্রমিক দাবি করেছেন অভিনেতা।
তেলেগু সুপারস্টার প্রভাস রাজুর বাড়ির ঠিকানা: প্রভাস হাউস, জুবিলি হিলস Rd.10, পেদ্দম্মা মন্দিরের কাছে, জুবিলি হিলস, হায়দ্রাবাদ - 500033।
Thanks For Reading!
More Amazing Contents, Swipe Up ↑