চুলের গোড়া শক্ত করুন ও চুল পড়া বন্ধ করুন

BENGALBYTE.IN

জবা ফুলের কুঁড়ি

জবা ফুলের কুঁড়ি পেস্ট করে লাগান তার 40 মিনিট পর ধুয়ে ফেলুন ।

অদ্বিতীয় পেঁয়াজ

দেশি পেঁয়াজ এর রস লাগান চুলের গোড়ায় ।

চুলের গোড়া মজবুত করতে

নারিকেল তেলের সাথে মেথি দিয়ে লাগাতে পারেন কিংবা আমলকীর রস লাগাতে পারেন কারণ মেথি ও আমলকি চুলের গোড়া শক্ত আর মজবুত করে ।

কালোজিরের অবদান

মাঝে মাঝে কালোজিরে চিবিয়ে খেতে পারেন।

অব্যর্থ টোটকা

টকদই, কলা, মধু, ডিমের সাদা অংশ, এ্যালোভেরা মিক্সড করে চুলে লাগিয়ে ৪৫ মিনিট পর ধুয়ে ফেললে চুল হবে মসৃণ ও মজবুত৷

কলার কেরামতি

কলা চটকে গোড়াথেকে আগা অব্দি লাগিয়ে শুকানোরপর ধুয়ে ফেলতে হবে

জল এবং ফল অপরিহার্য

প্রতিদিন খাবারের তালিকা তে ফল অব্যশই রাখুন ।প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ জল পান করুন।

More Amazing Contents, Swipe Up ↑