নায়িকাদের প্রেমে পড়েছেন যে পরিচালকরা

BENGALBYTE.IN

দেব আনন্দ ❤ জিনাত আমান

১৯৭১ সালে মুক্তি পাওয়া ‘হরে রামা হরে কৃষ্ণা’ ছবির পরিচালক ছিলেন দেব আনন্দ। ছবির অন্যতম নায়িকা  জিনাত আমনের প্রতি আগ্রহ জন্মাতে থাকে দেব আনন্দের। দুই সন্তানের বাবা পরিচালক দেবানন্দ জিনাতের প্রতি তার দুর্বলতার কথা অকপটে স্বীকার করেছেন।

পরিচালক রাম গোপাল বর্মা❤উর্মিলা মাতোন্ডকার  

পরিচালক রাম গোপাল বর্মা এক সময় নিজের প্রতিটি ছবিতে উর্মিলাকে নায়িকা হিসেবে নির্বাচন করতেন। সিনেমার সেট ছাড়াও অনেক জায়গায় তাদের একসঙ্গে দেখা যেত। তবে দুজনের মধ্যে কেউই নিজেদের সম্পর্ক নিয়ে কোনো দিন প্রকাশ্যে কিছু বলেননি।

পরিচালক বিক্রম ভাট ❤সুস্মিতা সেন

অভিনেত্রী সুস্মিতা সেন বলিউড জগতে পা রাখেন ‘দস্তক’ ছবির মাধ্যমে। মহেশ ভাট ছিলেন এবং সেই সূত্রেই সুস্মিতার সাথে পরিচয় হয় পরিচালক বিক্রম ভাটের। উভয়ের অন্তরঙ্গ সম্পর্কের কথা তখন বলিউডের সবার মুখে মুখে ঘুরতো।

পরিচালক অনুরাগ কাশ্যপ❤ হুমা কুরেশি

অভিনেত্রী হুমা কুরেশিকে বলিউডের পর্দায় প্রথম দেখা যায় অনুরাগ কাশ্যপের ছবিতে ; তাছাড়াও  দুজনকে একসঙ্গে অনেক অনুষ্ঠানে দেখা গিয়েছে। বিভিন্নভাবে শোনা যায়, স্ত্রীর সঙ্গে সম্পর্কে টানাপোড়েন চলাকালীনই হুমার সঙ্গে ঘনিষ্ঠ হতে শুরু করেন পরিচালক।

পরিচালক সাজিদ খান❤ জ্যাকলিন ফার্নান্দেজ 

জ্যাকলিন ফার্নান্দেজ ও সাজিদ খানের সম্পর্কও ছিল অনেক দিনের যদিও এর পরিণতি হয়েছিল বিচ্ছেদে। জানা গেছে জ্যাকলিনের প্রতি সাজিদের অত্যধিক অধিকার বোধ এবং জ্যাকুলিনকে হারিয়ে ফেলার ভয় তাদের সম্পর্কে তিক্ততা তৈরি করেছিল।

More Amazing Contents, Swipe Up ↑