বাংলা সিনেমার কিছু অবিস্মরণীয় ডায়লগ 

BENGALBYTE.IN

ছবি ~প্রাক্তন 

“অ্যাডজাস্টমেন্ট মানেই হেরে যাওয়া নয় দিদিভাই , অ্যাডজাস্টমেন্ট মানে সুন্দর করে বাঁচা।”

ছবি ~ বেলাশেষে 

“ঐ অভ্যাস গুলো আমার কাছে প্রেম”

ছবি~ বাইশে শ্রাবণ 

জীবনে ভাত ,ডাল, আর বিরিয়ানির তফাৎটা বুজতে শেখো। ” প্রথমেরটা নেসেসিটি, পরেরটা লাক্সারি।

ছবি~ সংসার সংগ্রাম 

“বউ হারালে বউ পাওয়া যায়, কিন্তু মা হারালে মা পাওয়া  যায় না রে পাগলা”

ছবি~ নায়ক 

"আই উইল গো টু দ্যা টপ ধ্যা টপ দ্যা টপ”

ছবি~ হীরক রাজার দেশে 

জানার কোন শেষ নেই, জানার চেষ্ঠা  বৃথা তাই”

ছবি ~ ফাটাকেষ্ট 

“মারব এখানে লাস পড়বে শ্মশানে”

ছবি~ বিজয়া

বিসর্জন না হলে হয়তো সত্যি বিজয়া হত না”

More Amazing Contents, Swipe Up ↑