ঈদের আগে চুলে রঙ করুন ৪ টি ঘরোয়া উপায়ে

BENGALBYTE.IN

চুলের ধরন বা রঙ কেমন হবে তা অনেকটাই নির্ভর করে আপনার বংশগতির ওপর।

অনেকের ক্ষেত্রে বয়সের আগেই চুল পাকার সমস্যা দেখা দিতে পারে। অকালে পেকে যাওয়া চুল লুকানোর সবচেয়ে ভালো উপায় হলো প্রাকৃতিকভাবে রঙ করা।

মেহেদি

গরম জলে মেহেদির গুঁড়া মিশিয়ে পেস্ট তৈরি করুন। এবার মিশ্রণটি চুলে লাগিয়ে কয়েক ঘণ্টা রেখে দিন। এরপর জল দিয়ে ধুয়ে ফেলুন। মেহেদি চুলে লাল-কমলা রঙের আভা তৈরি হবে। এছাড়া এর পুষ্টিগুণ তো চুলে পৌঁছাবেই।

কফি

কড়া করে এককাপ কফি তৈরি করে তা ঠান্ডা হতে দিন। সেই কফির মিশ্রণ চুলে ভালোভাবে লাগিয়ে নিন। এক ঘণ্টা পর চুল ধুয়ে ফেলুন। কফি আপনার চুলকে উজ্জ্বল গাঢ় বাদামি রঙ দিতে পারে।

বিটের রস

বিট সিদ্ধ করে রস ঠান্ডা হতে দিন। এরপর সেই রস চুলে লাগিয়ে ঘণ্টাখানেক পর পরিষ্কার জলে ধুয়ে ফেলুন। বিটের রস আপনার চুলে লালচে-বেগুনি আভা এনে দেবে

লেবুর রস

একটি লেবুর রস বের করে চুলে লাগিয়ে নিন। এরপর কয়েক ঘণ্টা রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন। লেবুর রসের ব্যবহারে আপনার চুল হালকা সোনালি হয়ে উঠবে।

More Amazing Contents, Swipe Up ↑