BENGALBYTE.IN
২০১৮ সালে রণবীর সিংহের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন দীপিকা পাডুকোন। দুজনেই পরেছিলেন সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা কস্টিউম ।
খ্রিস্টীয় এবং হিন্দু মতে আলাদা আলাদা ভাবে বিয়ে করেন প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাস। প্রিয়ঙ্কার আঙুলে জ্বলজ্বল করছিল হিরের ওয়েডিং রিং, হাতে মেহেন্দির উপরে সুসজ্জিত চুড়ি, কপালে সিঁদুর এবং শাড়ি যা তাক লাগিয়ে দেয় সকল আন্তর্জাতিক ফ্যানদের।
জড়োয়ার সেট জুয়েলারি, মঙ্গলসূত্র, মাঙ্গটিকা এবং ট্র্যাডিশনাল চুড়ি পরে অনিল কাপুর -কন্যা সোনমের বিয়ের ছবি ও ছিল সুপারহিট।
ইতালিতে অনুষ্কা শর্মা এবং বিরাট কোহলির বিবাহ অনুষ্ঠান ছিল অবিস্মরণীয় ।সব্যসাচী মুখার্জির ডিজাইন করা পিচ রঙের লেহেঙ্গা এবং তার সঙ্গে মানানসই জুয়েলারিতে চোখ ফেরানো যাচ্ছিল না অনুষ্কার দিক থেকে আর বিরাট কোহলি? তিনি যে একাই একশো !!
হালফিলে হয়ে গেল রণবীর~ আলিয়ার বিবাহ অনুষ্ঠান। সাদা গোল্ডেন কম্বিনেশনের শাড়িতে সকলের নজর কেড়েছিলেন আলিয়া ভাট। সব্যসাচী মুখোপাধ্যায় ছিলেন এই শাড়ির ডিজাইনার ।
ক্যাটরিনা কাইফের বিয়ের লেহেঙ্গা তৈরি হয়েছিল ফাইন মটকা সিল্কের মেটেরিয়াল দিয়ে। তার সঙ্গে রয়েছে ফাইন লাইন জারদৌসি বর্ডার যা তৈরি ভেলভেট দিয়ে।ভিকি কৌশল পরেছিলেন আইভরি সিল্কের শেরওয়ানি।
Thanks For Reading!
More Amazing Contents, Swipe Up ↑