ওম (OM) (ওঁ) উচ্চারণের মহিমা

BENGALBYTE.IN

অর্থ

*ওঁ* শব্দটি  গঠিত তিনটি অক্ষরে। *অ উ ম্।* *অ* এর মানে ~উৎপন্ন হওয়া *উ* এর মানে ~উড়তে পারা অর্থাৎ বিকাশ। *ম* এর অর্থ  ~ মৌন হওয়া বা ব্রক্ষলীন হয়ে যাওয়া।

উচ্চারণের বিধি

ভোরবেলা  উঠে পরিচ্ছন্ন হয়ে *ওঁকার* ধ্বনির উচ্চারণ করুন পদ্মাসন, অর্ধপদ্মাসন, সুখাসন, বজ্রাসনেে বসে অথবা এমনি বসে যা পাঁচ, সাত, দশ, একুশ বার নিজের সময় অনুসারে করতে পারেন।

থাইরয়েড

*ওঁ* এর উচ্চারণের ফলে গলায় যে কম্পন সৃষ্টি  হয় তার ফলে আপনার থাইরয়েড  গ্রন্থিতে  ইতিবাচক   প্রভাব পড়তে থাকে।

ঘাবড়ে যাওয়া বা কনফিউশন 

কথায় কথায় যাঁরা  ঘাবড়ে যান বা কনফিউশনে ভোগেন তাঁদের   ক্ষেত্রে  *ওঁ* এর উচ্চারণ থেকে উত্তম পথ আর কিছুই নেই।

দুশ্চিন্তা বা টেনশন 

*ওঁ* এর উচ্চারণ শরীরের বিষাক্ত তত্ত্বকে দূরীভূত করে আর তাই চিন্তার কারণে উৎপন্ন হওয়া দ্রব্যকে নিয়ন্ত্রণ করে।

রক্তের প্রবাহ রং পাচন

*ওঁ* এর উচ্চারণ হৃদয় আর রক্তের প্রবাহকে সন্তুলিত করে এবং পাচন শক্তি তেজী করে। 

ঘুম

ঘুম না আসার সমস্যা থাকলে ওঁ* এর উচ্চারণের মাধ্যমে তা কিছু সময়ের মধ্যেই  দূর হতে পারে। রাতে  ঘুমোতে যাওয়ার আগে এই মন্ত্রটি মনে মনে উচ্চারণ করলে ঘুম সহজেই চলে আসে। 

ফুসফুস  ও মেরুদণ্ড 

কিছু বিশেষ প্রাণায়ামের সহযোগে *ওঁ* এর প্রথম শব্দ উচ্চারণ করলে  ফুসফুস মজবুত হয় এবং মেরুদণ্ডের হাড়গুলো শক্তিশালী  হয় ও তার ক্ষমতা বাড়ে 

More Amazing Contents, Swipe Up ↑