বাচ্চাদের যে নামগুলি বিলুপ্ত হতে চলেছে ২০২৩-এ

BENGALBYTE.IN

বেবিসেন্টারের প্রকাশিত ২০২৩-এর তালিকা

বেবিসেন্টারের প্রকাশিত ২০২৩-এর তালিকায় এমনই সব জনপ্রিয় নাম রয়েছে যা কিনা কোনও মা-বাবা তাঁদের সন্তানের নামকরণে ব্যবহার করবেন না

প্রথম নাম

তালিকায় রয়েছে ভারতীয়দের অত্যন্ত জনপ্রিয় নাম অর্জুন। এই নামের অর্থ রুপোর তৈরি দ্রব্য। সাদা বা উজ্জ্বল কোনও কিছু বোঝাতে এই শব্দ ব্যবহার হয়।

দ্বিতীয় নাম

জার্মান শব্দ ওয়ালটার নামটিও আর ২০২৩-এ বাদ যাওয়া নামের তালিকায রয়েছে। ওয়ালটারের অর্থ সেনা কমান্ডার।

তৃতীয় নাম

রয়েস রয়েছে বাদ যাওয়া নামের তালিকায়। জার্মান এই শব্দের অর্থ খ্যাতি।

চতুর্থ নাম

আরবী নাম খালিদ রয়েছে তালিকায়। এর অর্থ শাশ্বত।

পঞ্চম নাম

রোরি একটি খুবই জনপ্রিয় নাম। ছেলে বা মেয়েদের ডাকনামে ব্যবহৃত হয়। এর অর্থ রাজা।

ষষ্ঠ নাম

বিলুপ্ত হয়ে যাবে কেট নামটিও। গ্রিক ও ইংরেজি শব্দ কেট-এর অর্থ পবিত্র।

সপ্তম নাম

আরিয়া নামটিও বিলুপ্ত হতে চলেছে। এর অর্থ শক্তি ও সততা।

অষ্টম নাম

বিলুপ্ত হবে মীরা নামটিও। মীরার অর্থ শান্তিপূর্ণ, অসাধারণ ও সাহায্যকারী।

More Amazing Contents, Swipe Up ↑