BENGALBYTE.IN
পরিবার সূত্রে রবিবারেই জানা যায়, চিকিৎসায় সাড়া দিচ্ছেননা বর্ষীয়াণ অভিনেতা।
রক্তে বিষক্রিয়া, ফুসফুসের সংক্রমণ, নিউমোনিয়া তে আক্রান্ত এই প্রবীণ অভিনেতা দমদমের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
দুদিন শুটিংয়ের পরেই অসুস্থ হয়ে পড়েন প্রদীপ মুখোপাধ্যায়।
সত্যজিৎ রায়ের 'জন অরণ্য' ছবির সোমনাথ চরিত্রে অভিনয়ের মধ্যে দিয়ে বাংলার মানুষের মনে তিনি স্থান করেন।
মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৬ বছর। পাশে রেখে গেলেন স্ত্রী, এক পুত্র এক কন্যা এবং অসংখ্য গুণমুগ্ধকে।
Thanks For Reading!
More Amazing Contents, Swipe Up ↑