ব্যাপক ধস নামল বীরভূম বিজেপির সংগঠনে, একসঙ্গে ৩০ জন কর্মী পদত্যাগ করলেন

Wednesday, January 19 2022, 4:16 pm
highlightKey Highlights

ফের বেকায়দায় পড়ল ভারতীয় জনতা পার্টি, বীরভূমে একসঙ্গে দল ছাড়লেন ৩০ পদ্ম নেতা। বিজেপি থেকে পদত্যাগ করে তাঁরা সকলেই কী তৃণমূলে র দ্বারস্থ হতে চলেছেন ?


সময়টা একেবারেই ভালো যাচ্ছে না বঙ্গ বিজেপি-র। একদিকে রাজ্য কমিটিতে রদবদলের পর একের পর এক নেতা প্রকাশ্যেই ক্ষোভ উগড়ে দিচ্ছেন, তো কেউ সোজা যোগদান করছেন তৃণমূলে, কেউ বা ঘাসফুলে যোগ দেওয়ার জন্য পা বাড়িয়ে রয়েছেন। 

বীরভূম বিজেপির সংগঠনে ঠিক কী ঘটেছে?‌

দলীয় সূত্রে জানা যাচ্ছে, দুবরাজপুর জেলা কমিটির বেশ কয়েকজন বিজেপি সদস্য পদত্যাগ করেছেন। এখানের শহর সভাপতি সন্দীপ আগরওয়াল, শহর সাধারণ সম্পাদক স্বরূপ আচার্য দলত্যাগ করেছেন। এছাড়া আরও ৩০ জন নেতা বিজেপি ছেড়ে দিয়েছেন। এই বিষয়ে বিজেপির জেলা কমিটির সদস্য প্রভাত চট্টোপাধ্যায় বলেন, ‘‌বিজেপির কোনও নীতি এবং উন্নয়নের পরিকল্পনা নেই। তাই আমরা একযোগে সকলে পদত্যাগ করলাম। আমরা পদ ও দল দুটোই ছেড়েছি।’‌

Trending Updates
ধস নামতে শুরু করলো বিজেপির সংগঠনে
ধস নামতে শুরু করলো বিজেপির সংগঠনে

একুশের নির্বাচনের পর থেকেই বিজেপির সংগঠনে ধস নামতে শুরু করে। বিধায়ক–সাংসদ থেকে নেতা–কর্মী–সমর্থকরা বিজেপি ছাড়তে শুরু করেন। এখন পরিস্থিতি আরও জটিল হয়ে পড়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File